Breaking News :

ভোলায় জব কোচিং Career Mentors’এর বাজিমাত, ২৭জন হলেন প্রাইমারী শিক্ষক

মেসকাত আহমেদ (শিক্ষানবিশ রিপোর্টার)

ভোলার চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা হতাশা থেকে মুক্তি পেতে চলেছে। দেশের সরকারি ও বেসরকারি চাকরি বিসিএস, প্রাইমারি, ব্যাংক ও শিক্ষক নিবন্ধন সহ সকল নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রস্তুতি নিতে ভোলায় গড়ে উঠেছে এক বিশেষ কোচিং, যা Career Mentors’ নামে পরিচিত। গত বছর ১৪ই ডিসেম্বর প্রকাশিত প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে উক্ত জব কোচিং Career Mentors’ থেকে ২৭ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। যা ভোলায় এককভাবে কোন জব কোচিং সেন্টার থেকে সর্বোচ্চ। উল্লেখ্য যে, গত বছর ৬ই জুন প্রকাশিত প্রাথমিক শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষায় ৬৪ জন শিক্ষার্থীর মধ্যে ৫৭ জন শিক্ষার্থী মৌখিক পরিক্ষায় উত্তীর্ণ হয়। জব কোচিং Career Mentors’ এর সফলতা সম্পর্কে জানতে চাইলে কোচিং এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ রোকনুজ্জামান (বিসিএস, শিক্ষা) বলেন, এ সফলতার পেছনে রয়েছে পাঠদানের এক অভিনব কৌশল। এখানে সপ্তাহে ৬টি বিষয় যেমনঃ বাংলা, ইংরেজি, গণিত, সাধারণজ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি একসাথে পড়ানো হয় এবং রয়েছে ডেইলিটেস্ট, সাপ্তাহিক টেস্ট এবং মান্থলি টেস্ট পরিক্ষা। গণিত ও ইংরেজি দূর্বলদের জন্য বিশেষ ক্লাস। যার ফলে একজন মধ্যম মানের শিক্ষার্থীও স্বল্প সময়ের মধ্যে গণিত ও ইংরেজির ভীতি কাটিয়ে হয়ে উঠে একজন আত্মবিশ্বাসী জব ক্যান্ডিডেট এবং নিশ্চিত করতে পারে তার কাঙ্ক্ষিত সাফল্য। তিনি আরও জানান, আগামী ১৯/০১/২০২৩ইং আমাদের জব কোচিং Career Meentors’ এর পক্ষ থেকে প্রাইমারীসহ অন্যান্য পরীক্ষায় চূড়ান্তভাবে চাকরিতে নিয়োগ পেয়েছে তাদের জন্য আয়োজন করবো সংবর্ধনা অনুষ্ঠান এবং একইসাথে চলতি বছরের নতুন ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস।

স্থান: মাসুমা খানম স্কুল ক্যাম্পাস, ভোলা সদর। যোগাযোগ: ০১৭৩৮৮৩১৩৩১। Facebook: Career Mentors’ ,Bhola