Breaking News :

জাতীয় যুবশক্তি ভোলা জেলা কমিটির আহ্বায়ক রাসেল, সদস্য সচিব ফিরোজ

মেসকাত আহাম্মেদ (স্টাফ রিপোর্টার) : ‘জাতীয় যুবশক্তি, ভোলা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. রাসেলকে আহ্বায়ক এবং জাবেদ মাহমুদ ফিরোজকে সদস্য সচিব করা হয়েছে। আর মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজিম উদ্দিন সোহাগ। আগামী ১ বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন। শুক্রবার রাতে ‘জাতীয় যুবশক্তি’র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলামের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন ১ জন, যুগ্ম-আহ্বায়ক ৩ জন, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ১ জন, যুগ্ম-সদস্য সচিব ১১ জন, সিনিয়র সংগঠক ১ জন ও সংগঠক হিসেবে আছেন ২১ জন।