Breaking News :

বৃত্তির ফলাফলে শীর্ষে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

মেসকাত আহাম্মেদ (স্টাফ রিপোর্টার): এসএসসি পরীক্ষা ২০২৫-এর ফলাফলে ভোলা জেলায় ১০ টি ট্যালেন্টপুল বৃত্তির মধ্যে সর্বোচ্চ ৪টি পেয়ে প্রথম স্থান অর্জন করেছে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সাধারণ বৃত্তিতেও শীর্ষে রয়েছে জেলা শহরের এ নারী শিক্ষা প্রতিষ্ঠানটি। ১৬৭ টি সাধারণ বৃত্তির মধ্যে এ বিদ্যালয় পেয়েছে ২৪ টি। আজ সোমবার ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম ছালেহ্ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ভোলার সময়ের সাংবাদিককে জানান, এ বছর এসএসসি পরীক্ষায় আমাদের স্কুল থেকে প্রায় ৯৯ শতাংশ পাসের হারসহ ৫৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তার মধ্যে থেকে ট্যালেন্টপুলে ৪ জন এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত হয়েছেন ২৪ জন শিক্ষার্থী। ভোলা জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলাের তুলনায় আমাদের বিদ্যালয় সবচেয়ে বেশি বৃত্তি অর্জন করেছেন। এমন সাফল্যে তিনি সকল শিক্ষক, কর্মচারী, অভিভাবকসহ সকলের কাছে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা সম্বলিত গেজেট প্রকাশ করে শিক্ষাবোর্ডগুলো।তালিকায় দেখা যায়, ভোলা জেলায় মোট বৃত্তি পেয়েছে ১৭৭ জন শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ১০ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ১৬৭ জন শিক্ষার্থী ।