Breaking News :

ধর্ষণ হুমকির প্রতিবাদে ভোলা সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে একজন প্রার্থীর বিরুদ্ধে রিট আবেদনকারী শিক্ষার্থীকে প্রকাশ্যে ধষর্ণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেত্রীদের হেনস্থা এবং সাইবার বুলিংয়ের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

কেন্দ্রীয় কমসূচির অংশ হিসেবে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ভোলা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দুপুরে কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে কলেজ গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফজলুল করিম ছোটনের সভাপতিত্বে সমাবেশে যুগ্ম আহ্বায়ক আরাফাত ইসলাম, যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন শুভ, সদস্য আব্বাস হোসেন তানজিল, ছাত্রদল নেতা আবদুস সামাদ, জাকারিয়া আরিফ, সাকিব হোসেন শাখাওয়াত, আব্দুল্লাহ আল জিসান, মোহাম্মদ রাজু, জিদান আনাবীরসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাবেশে বক্তারা বলেন, কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের অপমান করা হচ্ছে। তাদেরকে সাইবার বুলিংক করা হচ্ছে। এমনকী ছাত্র শিবিরের নেতাকর্মীরা রিটকারী শিক্ষার্থীকে প্রকাশ্যে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দিয়েছে।

শিবিরের এই কার্যক্রম ক্যাম্পাসের পবিত্রতা ক্ষুণ্ন করেছে।
ছাত্রদল নেতারা হুশিয়ারি দিয়ে বলেছেন, সোনার বাংলায় ধর্ষকদের কোনে ঠাঁই হবে না। কিন্তু, দুঃখের বিষয় কলেজ প্রশাসন এবং সরকার এসব অপরাধের বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করছে না।

তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান বক্তারা। অন্যথায় জাতীয়তাবাদী ছাত্রদল তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে উল্লেখ করেন।