Breaking News :

চরফৈজুদ্দিন গোমাতলী স্কুলে টাইফয়েডের টিকাদান বাস্তবায়নে কাউন্সিলিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

মনপুরায় চরফৈজুদ্দিন গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় টাইফয়েড জ্বরের ভ্যাকসিন কর্মসূচি বাস্তবায়নে স্কুল কাউন্সিলিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষকদের নিয়ে এ কাউন্সিলিং-এর আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ । এতে সভাপতিত্বে করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ।

পরিবার পরিকল্পনা পরিদর্শক ও মাঠ সুপারভাইজার মো. মনির আহাম্মদের সঞ্চালনায় মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই মো. আলাউদ্দিন, সহকারী শিক্ষক ইয়ানুর বেগম, প্রতিমা রাণী দাশ, ফাতেমা বেগম, মো. শাহীন, পরিবার কল্যাণ সহকারী বিলকিছ বেগম, বীনা পানি দাসসহ বিদ্যালয়ের শিক্ষর্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ, টাইফয়েড রোগ প্রতিরোধে দেশব্যাপী একটি বড় উদ্যোগ নিয়েছে সরকার। গত ১ সেপ্টেম্বর থেকে শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ১ আগস্ট থেকে এই টিকাদান কর্মসূচির জন্য অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। এখনো তা চলমান রয়েছে। এই কর্মসূচির আওতায় শিশুদের কীভাবে নিবন্ধন করতে হবে, তা নিয়ে একটি বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত পাঁচ কোটি শিশু বিনামূল্যে এই টিকা পাবে। এই বয়সের সব শিশু-কিশোরকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।