ভোলায় ০৬(ছয়) পিস ইয়াবা ও ২০০(গ্রাম) গাঁজা সহ আটক ০১
অনলাইন ডেস্ক :
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে, ভোলা সদর থানাধীন পূর্ব ইলশা ইউনিয়ন হইতে ০৬(ছয়) পিস ইয়াবা ও ২০০(গ্রাম) গাঁজা সহ ০১ মাদক কারবারিকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম। ২৪-১২-২০২২ খ্রিস্টাব্দ তারিখ ১৬.৩০ ঘটিকায় এসআই মোঃ গোলাম আযম, এএসআই মোঃ রিপন খান ও সঙ্গীয় ফোর্স সহ ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ০১ নং ওয়ার্ডে ইলিশা টু লক্ষ্মীপুর ফেরিঘাটের উপরে পাকা রাস্তার উপর থেকে মোঃ মাইনুদ্দিন( ৪০), সাং আনন্দবাজার ২ নং ওয়ার্ড, ব্যাংকের হাট বাদুড়িয়া ইউপি, জেলা- ভোলাকে ০৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।