Breaking News :

ভোলায় বিএনপির কর্মীসভা

সময় ডেস্ক :

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন বিএনপির উদ্যােগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পরানগঞ্জ যুবদল নেতা সম্রাট হাওলাদারের বাসা সংলগ্ম কোব্বাত আলী হাওলাদার  সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবী ও দলীয় বিভিন্ন স্লোগান নিয়ে যোগ দিতে দেখা গেছে। যুবদল নেতা সম্রাট হাওলাদার এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান রাইসুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মিলন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার যুবদল নেতা বিল্লাল হোসেন, পূর্ব ইলিশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোশারেফ হাওলাদার, যুবদল নেতা সামিম আল মামুন,ছাত্রদল নেতা সোহেল গাজীপ্রমুখ।