ভাই বলায় সাংবাদিকের ওপর ক্ষেপে গেলেন দৌলতখানের ওসি জাকির
বিশেষ প্রতিবেদক:
ভাই সম্বোধন করায় ভোলা টাইমস পত্রিকার সাংবাদিক আশিকুর রহমান শান্ত’র সাথে অসদাচরণ করেন দৌলতখান থানার ওসি জাকির হোসেন। রবিবার (১৮ই ডিসেম্বর) নিউজের জন্য দৌলতখান থানার একটি মামলার বিষয়ে মোবাইল ফোনে তার বক্তব্য জানতে চাইলে ওসি জাকির হোসেন সাংবাদিক কে বলেন, আপনি ভাই বলেন কেন? আপনি ভাইও বলবেন না, স্যারও বলবেন না! কি জানতে চান বলেন। জানা যায়, দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জমি সংক্রান্ত বিরোধে মারামারির ঘটনায় ১৭ ডিসেম্বর দৌলতখান থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ১৫-(জিআর) ২০২/২২ । এ বিষয়ে ভিকটিমের তথ্যের ভিত্তিতে নিউজের প্রয়োজনে সাংবাদিক শান্ত দৌলতখান থানার ওসি জাকির হোসেন কে ভাই সম্বোধন করে জানতে চাইলে তিনি রাগান্বিত হয়ে উঠেন। স্যার না বলে, ভাই বলে সম্বোধন করায় ক্ষিপ্ত হয়ে আজেবাজে শব্দ ব্যবহার করে তিনি সাংবাদিকের সাথে অশোভনীয় আচরণ করেন। এ বিষয়ে দৈনিক ভোলা টাইমস্ এর সাংবাদিক আশিকুর রহমান শান্ত বলেন, আমার পেশাগত কাজের অংশ হিসেবে আমি তার কাছে তথ্য নিশ্চিত করনের জন্য ফোন করলে তিনি রাগান্বিত হয়ে ওঠেন। তাকে ভাই বলে সম্বোধন করায় সে আমার সাথে খারাপ আচরণ করেন। তিনি আরো বলেন, এই পুলিশ কর্মকর্তা আমার সাথে এত উদ্ধত আচরণ করেন যে, তার কথার কোনো উত্তর দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছি আমি! তিনি যে ব্যবহার করলেন তাতে পুলিশের বিষয়ে সাধারণ মানুষ খারাপ মন্তব্য করতে বাধ্য হবে। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, সাধারণ মানুষ কোন অভিযোগ বা মামলা নিয়ে আসলে তিনি কোন গুরুত্ব দেন না। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সকল সাংবাদিক মহল। এ বিষয়ে ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম কে অবগত করলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।