১৩ বছর ধরে বুয়েট নিয়ন্ত্রণ করছে সিণ্ডিকেট-দাবি নাজমুলের
অনলাইন ডেস্ক:
ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ দাবি করেছেন নাজমুল। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলে, ‘বুয়েটসহ সকল ইন্জিনিয়ারিং শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান একটি মাত্র সিন্ডিকেট লিজ নিয়ে রেখেছে । নেতা হওয়া থেকে শুরু করে প্রতিষ্ঠানের গাছের পাতাও তাদের ইশারা ছাড়া নড়ে না এবং আশ্চর্যজনক হলেও সত্য দুঃসময়ের ছাত্রনেতাদের বিতাড়িত করে নতুনদের দিয়েই চলছে সিন্ডিকেটের নিয়ন্ত্রণ গত ১৩ বছর যাবত ।