ভোলায় অসুস্থ্য মুক্তিযোদ্ধাদের মাঝে হুইল চেয়ার বিতরণ
বিশেষ প্রতিবেদক:
দেশকে স্বাধীন করতে জীবনবাজি রেখে যারা যুদ্ধ করেছে এরূপ আট (০৮) জন অসুস্থ্য মুক্তিযোদ্ধাদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন ভোলা সমাজ সেবা অফিস। শনিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১ টায় ভোলা শহরের মুক্তিযোদ্ধা কার্যালয়ে হুইল চেয়ার বিতরণ করা হয়। যোদ্ধারা হলেন বাপ্তা ইউনিয়নে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ মিয়া ও অজিউল্লাহ্ মিয়া, হাসপাতাল রোডের মোঃ জয়নাল আবেদিন, শিবপুর ইউনিয়নের সিপাহী মতিউর রহমান, ধনিয়া ইউনিয়নের কানাইনগরের বাসিন্দা নায়েক মোঃ রুহুল আমিন, উত্তর দিঘলদী ইউনিয়নের সুবেদার আবদুল খালেক, সুবেদার মেজর ওহাব খান, পুলিশ আবদুল গনি হাওলাদার। হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, বাংলার কন্ঠের সম্পাদক ও প্রেস ক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অহিদুর রহমান, আরটিভি ও যুগান্তর প্রতিনিধি অমিতাভ রায় অপু সহ প্রমুখ।