ক্রোয়েশিয়া ম্যাচের আগে যেসব রেকর্ড ডাকছে মেসিকে
খেলা ডেস্ক :
কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আর কিছুক্ষণ পরই ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এ ম্যাচের আগে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে এরই মধ্যে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছুঁয়ে ফেলেছেন মেসি। দুই তারকারই বিশ্বকাপে গোলসংখ্যা এখন ১০টি করে। ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসি গোল পেলেই ছাপিয়ে যাবেন বাতিস্তুতাকে। এর বাইরে এখনও পর্যন্ত মিরোস্লাভ ক্লোসার সঙ্গে মেসি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ক্যাপড প্লেয়ার। তারা দুজনেই বিশ্বকাপে ২৪টি করে ম্যাচ খেলেছেন। মেসি সেমিফাইনাল খেলতে নামলেই সর্বোচ্চ ২৫টি ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করবেন। পাশে বসবেন জার্মানির লোথার ম্যাথাউসের। তিনিও বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলেছেন। আর আর্জেন্টিনা ফাইনালে পৌঁছালে বা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেললে ম্যাথাউসের রেকর্ডও ভেঙে দেওয়ার সুযোগ থাকবে মেসির সামনে। পাঁচটি বিশ্বকাপ ইভেন্টে অংশ নেওয়া মাত্র ছয় জন খেলোয়াড়ের মধ্যে মেসি একজন, যিনি যৌথ ভাবে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলে ফেলেছেন। মেসির এবং রাফা মার্কেজ ১৮টি বিশ্বকাপ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। সেই নজিরও ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে।বিশ্বকাপের ম্যাচে আর্জেন্টিনা অধিনায়ক এখন পর্যন্ত ২১০৪ মিনিট সময় খেলেছেন। কিংবদন্তি ইতালিয় ডিফেন্ডার এবং এসি মিলান আইকন পাওলো মালদিনির ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি মিনিট (২,২১৭) খেলার রেকর্ড রয়েছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে, মালদিনির বিশ্ব রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ পাবেন মেসি। বিশ্বকাপে আরও একটি অধরা কীর্তি ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে। ক্লোসা জার্মানির হয়ে বিশ্বকাপের ১৭টি ম্যাচ জিতেছেন। মেসি জিতেছেন ১৫টি ম্যাচ। আর্জেন্টিনা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে ক্লোসার সেই রেকর্ডও স্পর্শ করে ফেলবেন মেসি।