The free Quasar Gaming spins no deposit 2023 brand new Golden sands watch for
ভোলায় পুলিশ প্রিমিয়ার লীগ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন
ভোলার সময় ডেস্ক :
ভোলা জেলা পুলিশের আয়োজনে সোমবার (১২ ডিসেম্বর) পুলিশ লাইন্স মাঠে ভোলা জেলা পুলিশ প্রিমিয়ার লীগ-২০২২ এর ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।উদ্বোধনী বক্তব্যে তিনি পুলিশ সদস্যদের সরকারী দায়িত্ব সুষ্ট ও সুন্দর ভাবে পালনের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতির মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেন। জেলা পুলিশ ভলিবল টুর্নামেন্টে রেড রেঞ্জার্স (পুলিশ অফিস), রয়েল আইল্যান্ডর্স, (পুলিশ লাইন্স), ব্রেভ লিজাডর্স, (ডিবি/ডিএসবি), লিভিং টাইটান্স,(ট্রাফিক/কোর্ট), সাউদার্ন পাইরেটস, (সদর সার্কেল), ডিয়ার হান্টার্স, (তজুমদ্দিন সার্কেল), ব্লু এঞ্জেলস, (লালমোহন সার্কেল) ও টাওয়ার মাস্টার্স, (চরফ্যাশন সার্কেল), নামে মোট ০৮ (আটটি) দল অংশগ্রহন। অনুষ্ঠানে জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),জনাব মোঃ জহুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল),জনাব মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), সংস্লিষ্ট থানার অফিসার ইনচার্জ গন, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স বৃন্দ উপস্থিত ছিলেন।