Finest Online casinos in the usa Registered Casino Web sites within the 2025
ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক:
রুশনিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরের ওপর বৃহস্পতিবার ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে।
রাশিয়ার নৌবাহিনী ওই হামলা প্রতিহত করেছে বলে সেভাস্তোপোল শহরের গভর্নর মিখাইল রাজভোঝায়েভ জানিয়েছেন। খবর এক্সপ্রেস ইউকের।
সম্প্রতি এই বন্দরের ওপর বেশ কয়েকবার ইউক্রেন হামলা চালানোর চেষ্টা করেছে। ক্রিমিয়া উপদ্বীপের দক্ষিণ উপকূলে সেভাস্তোপোল বন্দর অবস্থিত। কৌশলগত দিক দিয়ে এর বিশেষ গুরুত্ব রয়েছে।
এ জন্য মস্কো ও সেন্ট পিটার্সবার্গের সঙ্গে সেভাস্তোপোল শহর একই মর্যাদার অধিকারী এবং এটিও গভর্নর শাসিত শহর।
শহরের গভর্নর রাজভোঝায়েভ টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে জানান, রাশিয়ার কৃষ্ণসাগরীয় বহর সাগরের ওপর একটি ড্রোন গুলি করে ভূপতিত করেছে।
তিনি সামরিক বাহিনীর প্রশংসা করে বলেছেন, তারা বিষয়টি অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করেছে।