Melhores Slots Darmowe spiny w automacie Chinese New Year Online para Abiscoitar Algum 2025
ভোলায় আর্জেন্টিনা সমর্থক খুন, ৩ আসামির রিমান্ড চেয়েছে পুলিশ
ভোলার সময় ডেস্ক :
ভোলায় বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে নুডলস পার্টির দ্বন্দ্বের জেরে আর্জেন্টিনা সমর্থক হ্নদয় খুনের ঘটনায় তিন আসামির রিমান্ড চেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভোলা সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বিকেল ৫টা পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে আদালতে তোলা হলে ৩ আসামির বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। এক আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাঁর বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়নি।
গতকাল বুধবার রাতে এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত হৃদয়ের বাবা ইব্রাহিম খলিল। যাঁর মামলা নম্বর-১৬/২২। মামলায় এজাহারনামীয় আসামি ১৫ জন। এছাড়াও অজ্ঞাত আসামির সংখ্যা ১০-১৫ জন।
ওসি তদন্ত আবদুল্লাহ আল মামুন জানান, মামলা হওয়ার পর বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে তোলা হয়। এদের মধ্যে ১ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আদালতে ৩ জনের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযোগ চলমান রয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) দিনগত রাতে জেলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়া খালি গ্রামে খুন হয় হ্নদয়।
৩ ডিসেম্বর আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার ফুটবল খেলা উপলক্ষে নুডলস পার্টির আয়োজনে করে বেশ কয়েকজন সমর্থক। পার্টিতে আলী আকবর ও হ্নদয়ের মধ্যে বাগবিতণ্ডা বাধে। তাঁরা দু’জনেই আর্জেন্টিনার সমর্থক। এই বাগবিতণ্ডাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে আলী আকবরসহ বেশ কয়েকজন হ্নদয়কে কুপিয়ে হত্যা করে।