ভোলায় শিশু ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
বিশেষ প্রতিনিধি:
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ৭ বছরের এক শিশু কে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুর পিতা ভোলা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। শিশু লিমা (০৭) সংবাদকর্মীদের বলেন, আমারে ক্ষেতের মইধ্যে নিয়ে আমারে প্যান্ট খুলছে। তারপর আমার প্রসাবের জায়গা দিয়া হাত দিয়া বইসা রইছে। কিছু পরে আমার আম্মু আমারে বোলান দিছে। পরে বেডায় কয় কি আল্লা যা যা ধান ক্ষেতে পাখি উড়া। পরে আমি পাখি উড়ায়া মার ধারে গেছি দৌড়ায় দৌড়ায়া, মায় কয় কি তুই এমন হইছোস কিয়ারে। পরে আমি কই কি আলাদার নানা প্যান্ট খুলতে কইছে, প্যান্ট খুইলা আমার প্রসাবের জায়গায় হাত দিছে। পরে তুমি আমারে বোলান দিছো পরে আমারে ছাইড়া দিছে। ভুক্তভোগী শিশুর ‘মা, নাজমা বেগম জানান, শনিবার দুপুর ১২ টায় আমার মেয়েকে গোসল করানোর আগে বিলের ধারে কবুতর পাহারা দেয়ার জন্য পাঠিয়ে দিয়ে আমি ছোট বাচ্চার চুল পালাইছি। তারপর ঘরের অন্যান্য কাজ শেষ করে লিমা কে গোসল করানোর জন্য ডাকাডাকি করছিলাম। ডাকাডাকি করেও কোন সারা শব্দ না পেয়ে বিলের মধ্যে যাইয়া দেখি ধান ক্ষেতের মধ্য থেকে ও দৌড়িয়ে আসতেছে, আর ওই ব্যাটায় ওখানে বসে আছে। আমি আমার মেয়ের কাছে পুরো বিষয় শুনে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম বারেক হাওলাদার কে জিজ্ঞেস করার জন্য কেন সে আমার মেয়েকে ডেকে নিয়ে এ কাজ করলো। সে আমার সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে এই ভয়ে আমি আর তাকে কিছু জিজ্ঞাস না করে আমি তার ভাতিজার কাছে বিষয়টি খুলে বললাম কিন্তু সে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আমি এর বিচার চাই। এ বিষয়ে অভিযুক্তর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন। এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি (অপারেশন) রেজাউল করিম রাজিব এর নিকট জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।