Breaking News :

ভোলায় আলহেরা শিল্পগোষ্ঠীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো. আবির হোসেন (শিক্ষানবিশ রিপোর্টার): পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেছে ভোলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আলহেরা শিল্পগোষ্ঠী। বুধবার (১৯ মার্চ) ভোলা শহরের চাইনিজ রেস্টুরেন্ট চিলিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলহেরা শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সাবেক চেয়ারম্যান আবু জাফর চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদের আইটি ও প্রচার সম্পাদক ও বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক আহমদ শরিফ, প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাও. কাজী হারুনুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন আলহেরা শিল্পগোষ্ঠীর বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন। এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন ভোলা মিডিয়া ক্লাবের সভাপতি সাংবাদিক শিমুল চৌধুরী, শিবিরের ভোলা শহর শাখার সাবেক সভাপতি মো. হাসনাইন আহমেদ, ভোলা কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক মেসকাত আহাম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা মনোমুগ্ধকর কণ্ঠে অর্থসহ পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, ইসলামী সংগীত ও হামদ নাত পরিবেশন করেন। এসময় আলহেরা শিল্পগোষ্ঠীর বর্তমান পরিচালক আব্দুল মান্নান তালিব, সহকারী পরিচালক মাহমুদ আলম মুন্নাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।