এইচএসসি পরিক্ষা উপলক্ষে “ভোলা কলেজ ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
মেসকাত আহাম্মেদ (ভোলা কলেজ প্রতিনিধি)
আগামী ৬ই নভেম্বর এইচএসসি (২০২০-২১) শিক্ষার্থীদের পরিক্ষা উপলক্ষে দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণের আয়োজন করেছে “ভোলা সরকারি কলেজ ছাত্রকল্যাণ ফাউন্ডেশন। শনিবার (৮ই অক্টোবর) সকাল ১০টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে কলেজ শাখার সম্পাদক আরিফ আহমেদের সঞ্চালনায় ও সভাপতি ওসমান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা শাখার সভাপতি শাহাদাত সিরাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ও এইচএসসি (২০২০-২১) পরিক্ষার্থীবৃন্দ।