Breaking News :

দৃষ্টিহীন তিন শিক্ষার্থীর স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার

অনলাইন ডেস্ক:

উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্নকে সামনে রেখে এবার গুচ্ছের ‘খ’ ইউনিটের ভর্তি পরিক্ষায় অংশ নিয়েছেন দৃষ্টিশক্তিহীন অদম্য তিন শিক্ষার্থী। তারিফ মাহমুদ চৌধুরী, তৃণা আক্তার সেতু ও আকাশ দাস জন্ম থেকেই দৃষ্টিহীন তারা। চোখে দেখতে না পারার প্রতিবন্ধকতাও তাদের দাবিয়ে রাখতে পারেনি উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন থেকে।