Breaking News :

জেলা পর্যায়ে স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা, ভোলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

ভোলার সময় ডেস্ক :

আজ শনিবার ০১ অক্টোবর ভোলা জেলা পুলিশ ও ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশন এর ব্যবস্থাপনায় পুলিশ লাইন্স ড্রিল শেডে ভোলা জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা- ২০২২ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃতৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা প্রশাসক, ভোলা। এ সময় জনাব আছাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভোলা, জনাব মোঃ ফয়সাল আহমেদ, সহ সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, জনাব ইয়ারুল আলম লিটন, সাধারন সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা, জনাব সাইফুল ইসলাম অমি, প্রশিক্ষক দাবা ফেডারেশন, বিভিন্ন স্কুলের প্রতিযোগী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ সহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।