Breaking News :

আগামীকাল সন্ধ্যায় নজরুল হক অনুর সাংবাদিকতায় ৪০ বছর পূর্তি উৎসব

নিউজ ডেস্ক : দ্বীপ জেলা ভোলার বরেণ্য সাংবাদিক অ্যাডভোকেট নজরুল হক অনুর সাংবাদিকতায় ৪০ বছর পূর্তি উৎসব উপলক্ষে সম্মাননা ও কনসার্টের আয়োজন করেছে জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলা শাখা। আগামীকাল (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ‘ভাসানী মঞ্চ, বাংলা স্কুল মাঠে এ উৎসব অনুষ্ঠিত হবে। বিশিষ্ট রাজনীতিবীদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ আলতাফ প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও ভোলার শিক্ষক, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ এই স্বনামধন্য সাংবাদিকের ৪০ বছর পূর্তি উৎসবে অংশগ্রহণ করবেন।