Breaking News :

গণতন্ত্রকে তারা সেদিন হত্যা করেছিল: এমপি শাওন

ভোলার সময় ডেস্ক:

বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারাই মোশতাক গংদের সহযোগিতায় ও বিপথগামী কিছু সামরিক অফিসারদেরকে সঙ্গে নিয়ে সেদিন জাতির পিতাকে হত্যা করেছিল বলে মন্তব্য করেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন (এমপি)। শুধু জাতির পিতাকেই তারা হত্যা করেনি, বাংলাদেশের গণতন্ত্রকেও তারা হত্যা করেছিল সে দিন। আজ ১৩ই আগস্ট শনিবার দুপুরে ভোলার লালমোহনের হাজি মো.নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় ও হাজি মো.নূরুল ইসলাম চৌধুরী ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এবং পরে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও নাটকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, হাজি মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নূরুল আমিন খান শাহজাহানসহ আরও অনেকে।