Breaking News :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন, ভোলায় বর্ণাঢ্য র‍্যালি ও কেক কেটে উদযাপন

বিশেষ প্রতিনিধি:

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছে ভোলা জেলা যুবলীগ সহ আওয়ামী সহযোগী সংগঠন। ভোলা শহরের মুসলিম পাড়া জেলা যুবলীগ কার্যালয়ে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। বুধবার (২৮সেপ্টেম্বর) সাবেক ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোস্তাক আহমেদ শাহিনের নেতৃত্বে জন্মদিনের বর্ণাঢ্য র‍্যালি শেষে কেক কাটা ছাড়াও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম সংগ্রাম, মাইনুর রহমান তুহিন মোল্লা, রাজিব হাসান লিপু, এ জেড এম মনির, ওমর খৈয়াম মামুন, হাবিবুর রহমান হাবু চেয়ারম্যান, যুবলীগ নেতা ফয়সাল রহমান। ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রনি, সহ-সভাপতি আমিনুল ইসলাম কচি, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নয়ন, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ভোলা জেলা সহ-সভাপতি আজিজ মেহেরাব মোল্লা ও মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান শান্ত সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।