Breaking News :

ভোলায় পাঁচ শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ আটক ০২

ভোলার সময় ডেস্ক :

ভোলায় পাঁচ শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ আটক ০২অফিসার ইনচার্জ বোরহানউদ্দিন থানা,ভোলার সার্বিক তত্ত্বাবধানে বোরহানউদ্দিন থানাধীন দেউলা ইউনিয়ন হইতে ৫০৩ (পাঁচশত তিন) পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।অদ্য ২৮/০৯/২০২২ তারিখ বোরহানউদ্দিন থানার এসআই(নিঃ)/মোঃ মাহফুজুর হাসান, সঙ্গীয় এএসআই(নিঃ)/মোঃ ইলিয়াস, এএসআই(নিঃ)/মোঃ ইয়ার হোসেন সঙ্গে ফোর্সে সহায়তায় বোরহানউদ্দিন থানাধীন দেউলা ইউনিয়নের ০৭নং ওয়ার্ডস্থ চরআলগী সাকিনে হাজীর হাটের উত্তর পাশে লস্কর সিকদার বাড়ীর দরজায় পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ মুরাদ হোসেন (৪২), সাং-সুজনগ্রাম ০৪নং ওয়ার্ড, থানা-রামগতী, জেলা-লক্ষীপুর, ২। মোঃ শরিফুল ইসলাম (২৭),সাং-মধ্য জয়নগর, ০৪নং ওয়ার্ড, থানা-দৌলতখান, জেলা-ভোলাদ্বয়ের দখল হইতে উদ্ধারকৃত (৩০০+২০৩)=৫০৩ (পাঁচশত তিন) পিচ কমলা রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

আসামীদ্বয়ের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।