Breaking News :

ভোলা কলেজে প্রীতি ফুটবল ম্যাচ, অধ্যক্ষ একাদশের জয়

মেসকাত আহমেদ (ভোলা কলেজ প্রতিনিধি)

ভোলা সরকারি কলেজে আয়োজিত হলো একাদশ শ্রেণির প্রীতি ফুটবল ম্যাচ। যেখানে অধ্যক্ষ একাদশের হয়ে মানবিক বিভাগ ও উপাধ্যক্ষ একাদশের হয়ে বিজ্ঞান, বানিজ্য বিভাগ প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় নির্ধারিত সময় শেষে ১-১ গোলে সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে উপাধ্যক্ষ একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে জয় লাভ করে অধ্যক্ষ একাদশ। সোমবার (২৬শে সেপ্টেম্বর) ভোলা কলেজ, খেলার মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল খেলায় অধ্যক্ষ একাদশের নেতৃত্বে ছিলেন মোঃ রাসেল (মানবিক বিভাগ) ও উপাধ্যক্ষ দলের নেতৃত্বে ছিলেন মোঃ নিশাত (বানিজ্য বিভাগ)। খেলা শেষে পুরস্কার তুলে দেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ এনায়েত উল্ল্যাহ, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ জামাল হোসেন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ উল্ল্যাহ স্বপন, সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক এ বি এম মজিবুর রহমান, সহকারী অধ্যাপক আহাম্মেদ আব্দুল্লাহ, সহকারী অধ্যাপক মোঃ হাবীব হাসান, প্রভাষক মোঃ শাহাব্ উদ্দিন, প্রভাষক মোঃ রিয়াজ উদ্দিন সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক বৃন্দ।