Breaking News :

চরফ্যাসনে খোয়া যাওয়া ২ লক্ষ টাকা ১০ ঘন্টার মধ্যে উদ্ধার

অনলাইন ডেস্ক:

অফিসার ইনচার্জ চরফ্যাসন থানা ভোলার তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত ১১ জুলাই ২০২২ তারিখ চরফ্যাসন থানাধীন পৌরসভা ৯নং ওয়ার্ড এলাকা হইতে জনৈক মোঃ রাহাত (৩১) এর ২ লক্ষ টাকা তাকে বহনকারী অটোরিকশায় ভুলবসত ফেলে গেলে এবং উক্ত টাকার সন্ধানে আইনি সহায়তা নিলে ১০ ঘন্টার মধ্যে সিসি ক্যামেরা ও পুলিশি অনুসন্ধানের মাধ্যমে উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। গত ১১ জুলাই ২০২২ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় জনৈক রাহাত(৩১), পিতা-শহিদ হাওলাদার, সাং-ওসমানগঞ্জ, ৯নং ওয়ার্ড, থানা- চরফ্যাসন, জেলা-ভোলা তার পরিবারকে নিয়ে অটোরিক্সা যোগে একটি শপিং ব্যাগের মধ্যে নগদ ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা ব্যাংকে জমা দেওয়া ও সন্তানের চিকিৎসার জন্য বাসা থেকে চরফ্যাসন বাজারের উদ্দেশ্যে রওনা করে। সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার তার পরিবার নিয়ে চরফ্যাসন থানাধীন পৌরসভা ৯নং ওয়ার্ডস্থ মেঘনা ল্যাব এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের সামনে ভুল বশতঃ তাদের সাথে থাকা টাকার ব্যাগটি অটোরিক্সায় রেখে রিক্সা হইতে নেমে গেলে রিক্সা চালক অটোরিক্সা নিয়ে চলে যায়। পরবর্তীতে অনেক খোজাখুজি করে উক্ত টাকার ব্যাগটি পাওয়া না গেলে ভিকটিম থানায় এসে অভিযোগ দায়ের করলে তাৎক্ষনিক ডায়াগনস্টিক সেন্টারের সামনে থাকা সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অটোরিক্সা চালক মোঃ সোহাগ(৪৫), পিতা- আঃ মতিন, সাং-২নং ওয়ার্ড, চরফ্যাসন পৌরসভা, থানা- চরফ্যাসন, জেলা- ভোলাকে সনাক্ত পূর্বক তার বাসা হতে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা সহকারে শপিং ব্যাগটি উদ্ধার করে এবং ১০ ঘন্টার মধ্যেই উদ্ধারকৃত টাকার ব্যাগটি ইং-১১/০৮/২০২২ তারিখ ১৯.৩০ ঘটিকায় চরফ্যাসন থানার অফিস কক্ষে প্রকৃত মালিক রাহাত এবং তার স্ত্রীকে সম্পূর্ন টাকা জিডি মূলে বুঝিয়ে দেয়া হয়। ভোলা জেলার পুলিশ সুপার দ্রুত সময়ে এই সফলতার জন্য চরফ্যাসন থানা পুলিশকে অভিনন্দন জানান এবং সকল গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনে উৎসাহ প্রদান করেন। পাশাপাশি জনগণকে সচেতনতার সাথে যাতায়াতের আহ্বান জানান।