বিএনপি-জামায়াতের তাণ্ডব, প্রতিবাদে ভোলায় যুবলীগের বিক্ষোভ
ভোলার সময় ডেস্ক :
সারাদেশে বিএনপি-জামায়াতের তান্ডবের প্রতিবাদে ভোলা জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার ২০শে সেপ্টেম্বর সকাল ১১টায় শহরের মুসলিম পাড়া যুবলীগ কার্যালয়ের সামনে থেকে ভোলা জেলা যুবলীগ সভাপতি পদপ্রার্থী, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাক আহমেদ শাহীন’ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোর নবারুন সেন্টারের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সারাদেশে নৈরাজ্য ও পুলিশের ওপর হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের নৈরাজ্য প্রতিহত করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, আমিনুল ইসলাম সংগ্রাম, যুবলীগ নেতা রাজিব হাসান লিপু, যুবলীগ নেতা এ. জেড এম. মনিরুল ইসলাম, নওশাদ হোসেন মুন, আবদুর সাত্তার সবুজ, মো.মামুন, হাবিবুর রহমান হাবু চেয়ারম্যান, যুব নেতা ফয়সাল, ভেদুরিয়া ইউনিয়ন যুবলীগের নেতা হেলাল, রফিকুল ইসলাম রফিক, শাহিন গাজী সহ ভোলা জেলা যুবলীগে বিভিন্ন ইউনিটের নেতা কর্মী বৃন্দ।