ভোলায় জেলা “সামাজিক-সম্প্রীতি” কমিটির সভা অনুষ্ঠিত
মেসকাত আহাম্মেদ (শিক্ষানবিশ রিপোর্টার)
সামাজিক সম্প্রীতি রক্ষা ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখা, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা এবং সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষ্যে ভোলায় ‘সামাজিক-সম্প্রীতি’ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ই সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী’এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (এমপি)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভোলার মানুষ শান্তি প্রিয়, তারা সকলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। সকলে সামাজিক সম্প্রীতি বজায় রেখে একে অন্যর সাথে সামাজিকভাবে বসবাস করছে। বিশেষ অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন (এমপি) ও ভোলা ২ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব আলী আজম মুকুল (এমপি)। এছাড়াও জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) তামীম আল ইয়ামিন, ভোলা সদর, রোহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন, তজুমুদ্দিন উপজেলার নির্বাহী অফিসারগণ, প্রাক্তন জেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম, অধ্যক্ষ সাফিয়া খাতুন, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম গোলদার, সিনিয়র সাংবাদিক মোঃ আবু তাহের, প্রেসক্লাব সভাপতি এম. হাবীবুর রহমান, জেলা ইমাম সীমিতর সভাপতি মোঃ বেলায়েত হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ দে। কমিটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা মহিলা ক্লাব সম্পাদক খাদিজা আক্তার (স্বপ্না), জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক, পুঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক, ভোলা কলেজ সাংবাদিক সমিতির যুগ্ম-আহবায়ক মেসকাত আহাম্মেদ, শিশু সংগঠক এহসানুল হক জিহাদ সহ জেলা কমিটি সদস্যবৃন্দ।