এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শনে ভোলার পুলিশ সুপার
শিক্ষানবিশ রিপোর্টার:
সারা দেশের ন্যায় ভোলা জেলায়ও শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ভোলা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা। এ সময় পুলিশ সুপার পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও পরীক্ষা কেন্দ্রের পরিবেশ, পরীক্ষার পূর্বে ও পরে যানযট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক তদারকি করেন। উল্লেখ্য যে, এ বছর ভোলা জেলায় এসএসসি পরীক্ষায় ১৫,৬৮২ জন, দাখিল পরীক্ষায় ৬,৫৩৬ জন এবং ভোকেশনাল পরীক্ষায় ১,৩৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।