Breaking News :

ভোলা জেলা পরিষদ নির্বাচন: ফের আ’লীগের মনোনয়ন পেলেন আব্দুল মমিন টুলু

শিক্ষানবিশ রিপোর্টার:

ভোলা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন টুলু। তিনি সাবেক জেলা পরিষদের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান, বর্তমানে প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। শনিবার (১০ সেপ্টেম্বর) দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ধানমন্ডির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় ভোলা সহ ৬১ জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীতা চূড়ান্ত হয়। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা করেন। আব্দুল মমিন টুলু মনোনয়ন পাওয়ায় ভোলা জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আগামী দিনে জেলা আওয়ামী লীগের ভিত্তি আরও মজবুত হবে বলে তাদের অনুভূতি প্রকাশ করেছেন।