দৈনিক ‘আজকের ভোলা’ পত্রিকায় প্রকাশিত সংবাদে প্রতিবাদ
নিউজ ডেস্ক:
গত ২৫ জুন দৈনিক ‘আজকের ভোলা, পত্রিকায় ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইউনিয়ন পরিদর্শক মনির উদ্দিন সাময়িক বরখাস্ত’ শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন, পরিদর্শক মনির উদ্দিন।
এক প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ্য করেছেন, সংবাদে ভিত্তিহীন সূত্র ও অভিযোগ উল্লেখ্য করে সংবাদ প্রচার করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত। সংবাদে উল্লেখিত সূত্র ও অভিযোগের কোনো অস্তিত্ব নেই ।
সংবাদের একাংশে, সূত্রে উল্লেখ্য করা হয়েছে, পরিদর্শক মনির উদ্দিনের অধীনস্থ পরিবার কল্যাণ সহকারী শিরিনা আক্তার বিভিন্ন মালামাল ক্রয়-বিক্রয়ের অনিয়ম দুর্নীতির একটি অডিও ক্লিপ মনির উদ্দিনের হাতে আসলে তিনি তা সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তাকে পাঠান। অথচ অফিস আদেশে এমনটা উল্লেখিত নেই। এমন সূত্রকে ভিত্তিহীন আখ্যা দিয়ে পরিদর্শক মনির উদ্দিন জানান, আমার অধীনস্থ কর্মী অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়লে আমি তার দায় এড়াতে পারিনা। এমনটা উল্লেখ্য করেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও সংবাদের শেষ অংশে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক।
অভিযোগের প্রকৃত সত্যি এই যে, আমি সরকারি চাকরিতে যোগদানের পূর্বে ২০১৩ সাল থেকে প্রায় ২০১৯ সাল পর্যন্ত ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক পদে কর্মরত ছিলাম, শিক্ষকতার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে ছড়া গান, আবৃত্তি, সংগীত ও আসর বিতর্ক প্রতিযোগিতা’সহ নানা ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে নিয়োজিত ছিলাম। এ ছাড়াও তখন আমি বেশ কয়েকটি পত্র-পত্রিকায়ও লেখালেখি করেছিলাম ।