Breaking News :

ভোলায় তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষানবিশ রিপোর্টার:

জেলা তথ্য অফিস ভোলার আয়োজনে, গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রম বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)-এর আওতায় ভোলা সদর উপজেলায় পাখিরপুল এলাকায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৮ই সেপ্টেম্বর জাতীয় মহিলা সংস্থা ভোলা কার্যালয় হলরুমে ভোলা জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়য়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা ভোলা কর্যালয়ের প্রশিক্ষন কর্মকর্তা মোহাম্মদ শাহীন ও ভোলা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজ চামেলি বেগম। সমাবেশে বক্তারা সরকারের বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়ন, প্রধানমন্ত্রীর ব্র্যান্ডিং, আমার বাড়ি আমার খামার, আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, পদ্মা সেতু, মেট্রোরেল, কর্নফুলী টার্নেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি বিষয়ে সরকারের আর্জিত সাফল্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।