ভোলা আ’লীগের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি, শামসুদ্দিন মিয়ার মৃত্যু বার্ষিকী আজ
ভোলার সময় ডেস্ক :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মরহুম আলহাজ্ব শামসুদ্দিন আহমেদ মিয়ার আজ ২৬তম মৃত্যু বার্ষিকী। বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মিয়া ১৯৯৬ সালের ৭ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধের তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ভোলাতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ভোলা মহকুমা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং ভোলা জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ভোলা জেলার গভর্নর হিসেবে নিযুক্ত করেন। তিনি ছিলেন তৎকালীন ভোলা মহাকুমা মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক। তিনি ভোলা পৌরসভার ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।