ভোলায় স্কুলে যাওয়ার পথে অটোরিকশার চাপায় প্রাণ গেল মাহিম রানার
অনলাইন ডেস্ক :
ভোলার বাংলাবাজারে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে অটোরিকশার চাপায় মো. মাহিম রানা (৭) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাবাজার গার্লস স্কুল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসলে ভোলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাহিম রানা চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল মাজেদ মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে বাংলাবাজার এলাকায় ভাড়া থাকত। মাহিম বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
মাহিমের বাবা জানান, বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বাংলাবাজার এলাকার গার্লস স্কুল সংলগ্ন সড়কে অটোরিকশার চাপায় মাহিম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেন।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।