Breaking News :

মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে দীপক চৌধুরীর মনোনয়ন দাখিল

ভোলার সময় ডেস্ক : আসন্ন মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ২নং হজিরহাট ইউনিয়ন পরিষদের ২ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার চৌধুরী দীপক।  বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ও নির্বাচন অফিসার গিয়াস উদ্দিন তালুকদারের কাছে আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (ইউজিসি) চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া, হাজিরহাট ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মাষ্টার বশির আহাম্মেদ, বর্তমান মেম্বার মহিউদ্দিন মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদ ফরাজী, ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন সাগর, সাধারণ সম্পাদক সুমন ফরাজী, হাজিরহাট ইউনিয়ন যুবলীগ সম্পাদক ইলিয়াস ফরাজী ও সাবেক যুগ্ম-আহ্বায়ক আলাউদ্দিন মুন্সী’সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন । উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ৫ জুন মনপুরায় চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।