ভোলার ওএমএস’র চাল বিক্রয় কার্যক্রমের উদ্ধোধন
অনলাইন ডেস্ক :
ভোলায় গতকাল ১লা সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় ভুর্তুকি মুল্যে খোলা বাজারে ও.এম.এস’র চাল বিক্রয় কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে, ভোলায় ও টিসিবির কার্যক্রম সমন্বয় সাধনের মাধ্যমে ভুর্তুকি মুল্যে খোলা বাজারে ওএমএস কার্যক্রমের চাল ও আটা বিক্রয় কার্যক্রমের উদ্ধোধন করা হয়। বৃহস্পতিবার সকালে ভোলা পৌরসভার কালিখোলা এলাকায় খাদ্য বিভাগের বাস্তবায়নের ৩০টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১৮ টাকা কেজি দরে ৫ কেজি করে আটা বিক্রির উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী । এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক সন্দিপ কুমার দাশ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ নিরাপদ খাদ্য মন্ত্রনালেয়র সিনিয়র সহকারি সচিব শাহ মোঃ সজীব, ভোলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম।