Breaking News :

আসন্ন ভোলা জেলা শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন, সাধারণ সম্পাদক প্রার্থী শ্রমিক নেতা ফারুক

ভোলার সময় ডেস্ক :

মোঃ ফারুক রাজনীতিতে আসেন ১৯৮৪ সালে, তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হওয়ার পর থেকে তিনি জাতীয় শ্রমিক লীগের বিভিন্ন পদে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি ১৯৮৬ সালে ভোলা সদর উপজেলা বপ্তা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের শ্রমিক লীগের সদস্য ও ১৯৮৯ সালে একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন, তৃণমূল পর্যায়ে ভালো নেতৃত্বগুণে ১৯৯২ সালে শ্রমিক লীগ বাপ্তা ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন, এরপর ১৯৯৫ সালে পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক পদে যায়গা হয় তার। এরইমধ্য ৯০ এর এরশাদ বিরোধী আন্দোলনে অসাধারণ ভূমিকা রাখায় পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তারপর ১৯৯৭ সালে সদর থানা শ্রমিক লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন এই শ্রমিক লীগ নেতা। যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতায় তিনি জেলা শ্রমিক লীগের ওর্গানাইজিং সেক্রেটারি হিসেবে বর্তমানে দায়িত্বরত আছেন। তিনি রাত দিন পরিশ্রম করে শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। তার অক্লান্ত পরিশ্রমের ফলে শ্রমিকরা তার নামের আগে বলেন শ্রমিক বন্ধু ফারুক ভাই। দীর্ঘ ৩৮বছর শ্রমিকদের পাশে থেকে তিনি হয়ে উঠেছেন শ্রমিক বান্ধব নেতা, যার ফলশ্রুতিতে আগামী ১৩ সেপ্টেম্বর জাতীয় শ্রমিক লীগ ভোলা জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে হাজারো শ্রমিকগণ তাদের মনের মত নেতা নির্বাচিত করার জন্য শ্রমিক বান্ধব নেতা মোঃ ফরুক কে জাতীয় শ্রমিক লীগ ভোলা শাখার সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। ভোলার মাঠে-ঘাটে সকল শ্রেণীর শ্রমিক গন, তাদের একটাই দাবি জাতীয় শ্রমিক লীগ, ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে শ্রমিক বন্ধু মোঃ ফারুক’ কে দেখতে চায় তারা।