আওয়ামীলীগের তোপের মুখে ভোলা ছাড়লেন হাফিজ ইব্রাহীম
অনলাইন ডেস্ক :
দ্রব্য মূল্যের উর্ধ্বগতিসহ বিভিন্ন দাবিতে দেশ ব্যাপী বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালনে ভোলায় এসে আওয়ামী লীগ ও পুলিশি বাঁধার মুখে ভোলা ছাড়লেন ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহীম। রোববার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবরোধের মুখে পুলিশি পাহারায় ভোলা ছাড়েন তিনি। এর আগে রাত নয়টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা হাফিজ ইব্রাহীমের অবস্থান করা হোটেল প্যাপিলনের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেন। এ সময় মিছিলকারী হাফিজ ইব্রাহীমকে অবাঞ্ছিত ঘোষণা করেন। একই সাথে তাকে ভোলা ছাড়তে আলটিমেটাম দেয়। এসময় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনমুল হক আরজু বলেন, ২০০১ সালে হাফিজ ইব্রাহীম এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করেছে। নির্বাচন ঘনিয়ে আসায় আবারও সন্ত্রাসী বাহিনী নিয়ে ভোলায় আসছে। ভোলার পরিবেশ শান্ত রাখতে আমরা ভোলা থেকে তাকে চলে যাওয়ার দাবিতে হোটেলের সামনে অবস্থান নিয়েছি। আওয়ামী লীগ নেতারা জানান, হাফিজ ইব্রাহীম বিএনপির আমলে ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখানের মানুষকে অনেক নির্যাতন করেছে। আজ সে ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে নিয়ে কটুক্তি করছে। তোফায়েল আহমেদ শুধু ভোলার নেতা নন তিনি বাংলাদেশের জাতীয় নেতা। আমরা এ কটুক্তির তীব্র নিন্দা জনাই। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হোটেলের সামনে থেকে সরিয়ে দিয়ে পুলিশি পাহারায় হাফিজ ইব্রাহীমকে ভোলার ইলিশা লঞ্চঘাট দিয়ে ঢাকাগামী লঞ্চে উঠিয়ে দেয়। এর আগে রোববার সকালে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিতে শনিবার রাতে ভোলায় আসে ইব্রাহীম। পরে দুপুর ১২টার দিকে দলীয় কর্মসূচিতে যোগ দিতে ভোলা থেকে বোরহানউদ্দিনে যাওয়ার পথে শহরের যুগীরঘোল এলাকায় পুলিশি বাঁধার মুখে ফিরে আসে। পরে তিনি জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও দলীয় কর্মসূচিতে বাধার অভিযোগ করেন। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এনামুল হক অভিযোগ করে বলেন, জনগনের অধিকার নিয়ে মাঠে বিভিন্ন দাবি আদায়ে বিএনপি বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। আর এ কর্মসূচিতে সরকার পুলিশ দিয়ে বাঁধা দিচ্ছে। এটা কোনো রাজনৈতিক দলের আচরণ হতে পারে না। সকল রাজনৈতিক দলের দাবি আদায়ে মাঠে আন্দোলন সংগ্রাম করার গণতান্ত্রিক অধিকার রয়েছে। আর সরাকরা এ গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, অপ্রিতিকর ঘটনা এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ দিয়ে হাফিজ ইব্রাহীমকে ঢাকার লঞ্চে উঠিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।