Breaking News :

বসন্ত আর ভালোবাসা মিলেমিশে একাকার

অনলাইন ডেস্ক :

প্রাচ্যের প্রাণপ্রাচুর্যতায় পূর্ণ পহেলা ফাগুনের সঙ্গে পাশ্চাত্যের ভালোবাসা দিবসের সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে গতকাল। পরনে বাসন্তী শাড়ি, খোঁপায় রঙিন ফুল, হাতে ফুলের বাজুবন্ধ গতকাল রাজধানীর শাহবাগে – মেহরাজ। বসন্তের প্রথম দিন ছিল গতকাল। ছিল বিশ^ ভালোবাসা দিবসও। প্রাচ্যের প্রাণপ্রাচুর্যতায় পূর্ণ পহেলা ফাগুনের সঙ্গে পাশ্চাত্য থেকে আসা ভালোবাসা দিবসের সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে এদিন। তারুণ্যের স্রােতে এ বার্তাই দৃশ্যমান। ভালোবাসা দিবস বাঙালির নিজস্ব সংস্কৃতি না হলেও এক দশকেরও বেশি সময় ধরে এটাকে আপন করে নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় গতকাল বসন্ত উৎসবের আয়োজন হয়। সকাল সোয়া ৭টার দিকে বরেণ্য যন্ত্রশিল্পী সেতারবাদক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহকারী পরিচালক জ্যোতি বন্দ্যোপাধ্যায়ের সেতারের রাগ

বসন্ত মুখারী বাদনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এ ছাড়াও শিল্পকলা একাডেমিতে ২২৫ শিল্পীর পরিবেশনায় বসন্তবরণ করা হয়।

একই দিন উদযাপিত হয় সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজাও। এর প্রধান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠজুড়ে ভক্ত-অনুসারীদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ এক উৎসবে পরিণত হয়। এ বছর হলের মাঠে কেন্দ্রীয় উপাসনালয়, চারুকলা অনুষদসহ ৭২টি ম-পে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। পূজাম-পে মূল আকর্ষণ ছিল চারুকলা অনুষদের শিক্ষার্থীদের নির্মিত ৪৫ ফুট উচ্চতার প্রতিমা। প্রিয়জনসহ রাজধানীর মিরপুর থেকে ঢাবিতে ঘুরতে আসা সিয়াম তালুকদার বলেন, দিনটি আমার জন্য স্পেশাল। সারাদিন ঘুরব এবং বইমেলায় গিয়ে প্রিয়জনকে বই উপহার দেব। হাবিবুর রহমান কাঞ্চন বলেন, আজকের দিনটি শুধু ভালোবাসা দিবস নয়, আজকে পহেলা ফাল্গুন ও সরস্বতী পূজা। এই দিনটিতে সব উৎসব-পার্বণ একসঙ্গে যোগ হয়েছে। আজকে সব মিলিয়ে বছরের রঙিন প্রফুল্ল দিন। প্রিয়জনসহ চমৎকার মুহূর্ত যাচ্ছে। তবে ঢাবি শিক্ষার্থী শেখ রাহাত বলেন, ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন নেই। প্রতিটা দিনই ভালোবাসা যায়।