চ্যাম্পিয়নস লিগের ড্রতে কে কার মুখোমুখি
অনলাইন ডেস্ক:
এবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেই মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। আজ বৃহস্পতিবার তুরস্কের ইসতাম্বুলে অনুষ্ঠিত ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ে এই দুই ক্লাবই পড়েছে ‘গ্রুপ সি’-তে।
গ্রুপ এ : আয়াক্স, লিভারপুল, নাপোলি, রেঞ্জার্স
গ্রুপ বি : পোর্তো, অ্যাট. মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, ক্লাব ব্রুজ
গ্রুপ সি : বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, পিলসেন
গ্রুপ ডি : ফ্রাঙ্কফুর্ট, স্পার্স, স্পোর্টিং, মার্সেই
গ্রুপ ই : এসি মিলান, চেলসি, সালজবার্গ, ডিনামো জাগরেব
গ্রুপ এফ : রিয়াল মাদ্রিদ, লাইপজিগ, শাখতার দোনেস্ক, সেল্টিক
গ্রুপ জি : ম্যান সিটি, সেভিয়া, বরুশিয়া ডর্টমুন্ড, কোপেনহেগেন
গ্রুপ এইচ : পিএসজি, জুভেন্টাস, বেনফিকা, হাইফা