Breaking News :

ভোলা সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মেসকাত আহমেদ /

ভোলা সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (১৬ ডিসেম্বর) প্রতিষ্ঠানটিতে ব্যাপক কর্মসূচির আয়োজন করে। সকাল ৬টা ৩০ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল ৯টা ৩০ মিনিটে কলেজের বঙ্গবন্ধু মঞ্চে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ১০টায় কলেজের ৪০০৩ নং কক্ষে মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, মহান মু্ক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মুহাম্মদ মিজানুর রহমান’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান মুক্তিযুদ্ধের স্মৃতি উপস্থাপন করেন। এসময় তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদেরকে গড়ে তোলার আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল গফুর, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. এনায়েত উল্ল্যাহ্, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ উল্ল্যাহ্ স্বপন। এছাড়াও আমন্ত্রিত অতিথি, বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, বিএনসিসি, রোভার স্কাউট ও রেডক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দুপুর ১২টায় কলেজের মাঠে প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ছাত্ররা ক্রিকেটে (আবাসিক বনাম অনাবাসিক) এবং ছাত্রীরা পিলো পাসিং-এ অংশ নেয়। এছাড়াও শিক্ষকরা অধ্যক্ষ একাদশ বনাম উপাধ্যক্ষ একাদশ নামে দুটি দলে বিভক্ত হয়ে প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করে। এরপর কলেজের কেন্দ্রীয় মসজিদে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।