Breaking News :

তোমাকে পেয়ে গেলে

অনলাইন ডেস্ক :

‘চা খাবেন?’
‘না।’
‘কেন?’
‘এমনি, আমি বাড়ি যাব। দেরি হচ্ছে। বৃষ্টি আসবে বোধহয়।’
‘ভিজবেন বৃষ্টিতে?’
‘না।’
‘কেন?’
‘বৃষ্টির পানি লাগলে জ্বর আসে আমার। ইচ্ছা নেই।’
‘আপনি বাসায় চলে যান। আমিও গেলাম।’

 

নীতু হেঁটে চলে গেল। আমি চায়ের কাপটা ফেরত দিয়ে যেই বাইরে এসে দাঁড়ালাম, ঝুম বৃষ্টি শুরু হলো। ভিজতে ইচ্ছা হচ্ছিল খুব। ইচ্ছা হচ্ছে যেহেতু ভিজতে বাধা কোথায়! গা এলিয়ে দিলাম ঝুম বৃষ্টিতে। একটু সামনে হাঁটলে দেখতে পেতাম বোধহয়। একটা আবছা ছায়ামূর্তি ভিজছে। দুই হাত প্রসারিত করে ভিজতে ভিজতে হেঁটে যাচ্ছে। ওটা ছায়ামূর্তি নাকি নীতু?

শিক্ষার্থী, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়