Breaking News :

বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

অনলাইন ডেস্ক :

বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধে জেরে প্রতিপক্ষের হামলায় জান্নাতুল ফেরদৌস, মরিয়ম, সুরমা নামে ৩ নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ৮ ডিসেম্বর বিকালে কাচিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সুরমা বেগমের স্বামী নুরনবী (৩৫) বাদী হয়ে মোঃ নাগর (৩০), মোঃ আমির হোসেন (২৫), মোঃ মোসলেম (৫৫), মোঃ মাসুদ (৩৫), মোঃ ফকরুল (৩৮), মোঃ বাবু (২০), সামিম (২২), মোসাঃ কুলছুম (২৮), মোসাঃ নুর নাহার (২৫)১০। মোসাঃ রুজিনা বেগম (২১), মোসাঃ হুলি বেগম (৫০), শান্ত (২২)সহ ১৫জন এবং আরো অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী করে ৮ ডিসেম্বর রাতে বোরহানউদ্দিন থানায় একটা মামলা দায়ের করেন। বোরহানউদ্দিন থানা সূত্রে জানা যায়, ৫নং ওয়ার্ডে নুরনবীর বসত ঘরের সামনে তার ক্রয়কৃত ঘরে প্রবেশ করে তা নিজেদের আয়ত্তে আনতে চায় মোঃ নাগর, আমির হোসেন সহ তার পরিবার কিন্ত জান্নাতুল ফেরদৌস, সুরমা, মরিয়ম বাধা নিষেধ করলে অভিযুক্তরা তাদের এলোপাথারী কুপিয়ে কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা, ফুলা জখম করে আহত করেন। পরে আহতদের স্বজনরা আহত জান্নাতুল ফেরদৌস ও মরিয়ম কে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে জান্নাতুল ফেরদৌস এর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করেন এবং মরিয়ম কে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং সুরমা কে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে স্থানান্তর করেন।

অভিযুক্ত মোঃ নাগরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এতে মরিয়ম ও জান্নাতুল ফেরদৌস নামে ২ নারী আহত হন। বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় আহতদের স্বজন মোঃ নুরনবী ১৫ জনকে আসামী একটি মামলা দায়ের করেছেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।