Breaking News :

ভোলায় প্রাইমারি শিক্ষক নিয়োগ পরিক্ষায় জালিয়াতি, গ্রেফতার ২২

ভোলায় সময় ডেস্ক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ভোলার বিভিন্ন কেন্দ্র থেকে ২২ জনকে গ্রেফতার করেছে ভোলা সদর থানা পুলিশ। এ সময় তাদের সাথে থাকা বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল-ফোন উদ্ধার করা হয়েছে। আটক হওয়া পরিক্ষার্থীদের মধ্যে ১২জন পুরুষের পাশাপাশি রয়েছে ১০জন নারী।

শুক্রবার (৮ ডিসেম্বর) বেলা ১২টায় আটকের বিষয়টি ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির নিশ্চিত করে বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় অসদুপায় অবলম্বন করার কারণে ২২জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ভোলা জেলায় সর্বমোট ১৮টি কেন্দ্রে এ নিয়োগ পরিক্ষায় অংশ নেয় ১২ হাজাট ৯শ’ ৯৪জন। এর মধ্যে অসদুপায় অবলম্বনের দায়ে ৪৯জনকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে থেকে ২২জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জানা গেছে , ভোলার ১৮টি কেন্দ্রের মধ্যে ভোলা সরকারি কলেজ থেকে ১০জন বহিষ্কার, ৫জনকে গ্রেফতার, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ থেকে ৪জন বহিষ্কার এবং ৪জনকে গ্রেফতার, বাংলাবাজার ফাতেমা খানম কলেজ থেকে ১জন গ্রেফতার, শহীদ জিয়া আদর্শ স্কুল এন্ড কলেজ থেকে ১জন বহিষ্কার, ভোলা এ রব স্কুল এন্ড কলেজ থেকে ৪জন বহিষ্কার, মাছুমা খানম স্কুল থেকে ১জন বহিষ্কার এবং ১জনকে গ্রেফতার, ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১জন গ্রেফতার, ভোলা পৌর বালিকা স্কুল থেকে ২জন গ্রেফতার, ভোলা পিটিআই থেকে ২জন গ্রেফতার, ভোলা টেকনিক্যাল স্কুল কলেজ থেকে ২জন গ্রেফতার, ওবায়দুল হক বাবুল মোল্লা স্কুল থেকে ২জন গ্রেফতার, চরনোয়াবাদ মুসলিম স্কুল থেকে ২জন বহিষ্কার এবং ১জনকে গ্রেফতার, ব্যাংকেরহাট কো-অপারেটিভ স্কুল থেকে ৫জন বহিষ্কার, পরানগঞ্জ হালিমা খাতুন স্কুল থেকে ২জন গ্রেফতার, জয়নগর মাধ্যমিক স্কুল থেকে ১জন গ্রেফতার, ঘুইংগারহাট মাধ্যমিক স্কুল থেকে ৫জন বহিষ্কার, বাংলাবাজার ফাতেমা খানম স্কুল থেকে ১জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন পরিক্ষার্থীকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া, ১ঘণ্টার এ (এমসিকিউ) পরিক্ষা শেষ হয় বেলা ১১টায়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রথম ধাপে রংপুর, সিলেট, বরিশাল বিভাগের ১৮টি জেলায় একযোগে পরিক্ষার হলে বসেন চাকুরী প্রত্যাশী শিক্ষার্থীরা।