Breaking News :

ভোলায় ৪ থানার ওসি রদবদল

নিউজ ডেস্ক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশে ভোলা জেলার ৪টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে একই জেলায় রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য নিশ্চিত করে। প্রজ্ঞাপনে জানা গেছে, ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকিরকে বোরহানউদ্দিন থানায়। বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির হোসেন মিঞাকে ভোলা সদর মডেল থানায় এবং তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদকে দুলারহাট থানায় ও  দুলারহাট থানার ওসি মো. আনোয়ারুল হককে তজুমদ্দিন থানায় বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। এই প্রজ্ঞাপনে সারাদেশের ৩৩৮টি থানার ওসিকে বদলি করা হয়েছে।