Breaking News :

মনপুরা সামাজিক আচরন পরিবর্তন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক :

মনপুরা সুশীলনের উদ্যোগে ইউনিসেফ এর আর্থিক সহায়তায় জনসম্পৃক্তকরণ, সামাজিক আচরন পরিবর্তন বিষয়ক দক্ষতা উন্নয়নে ১দিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় অফির্সাস ক্লাবে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শিশুদের বিরুদ্ধে সহিংসতা (বাল্যবিবাহ) প্রতিরোধের জন্য সামাজিক ও আচরণ পরিবতন প্রকল্পের আওতায় কমিউনিটিতে কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে জনসম্পৃক্ত করণ, সামাজিক আচরন পরিবর্তন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কর্মশালার সঞ্চালনা ও মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রোজেক্ট কো-অর্ডিনেটর রেখা ইয়াছমিন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার খালিদ হাসান তামিম। এই সময় প্রজেক্ট অফিসার মাজেদ আলি মল্লিক, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন দাপ্তরিক প্রধানগন, এনজিও প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, ঈমামগন, কাজী, পুরহিত, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।