ভোলায় ভোক্তা অধিকারের অভিযান, অসাধু ব্যাবসায়ীদেরকে হুশিয়ারী
ভোলার সময় ডেস্ক :
ভোলার লালমোহনে মূল্য তালিকা দেখাতে ব্যর্থ হওয়ায় পাঁচ প্রতিষ্ঠানকে ১৩,০০০ হজার টাকা জরিমানা করেছে ভোলা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৩ আগস্ট) লালমোহন মহাজনপট্টি চালের আরতে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান। ভোক্তার অভিযানে, চালের আরত তুহিন এন্টারপ্রাইজ ৫০০০টাকা, হান্নান ট্রেডার্স ২০০০টাকা, নাহার ভান্ডার ২০০০টাকা, মেহেদী স্টোর ২০০০টাকা ও শাহ এন্টারপ্রাইজ’কে ২০০০টাকা জরিমানা করা হয়েছে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। একইসাথে দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার অনুরোধ করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।