Breaking News :

ভোলা টাইমস্ পত্রিকার প্রতিনিধিকে মারধর, থানায় অভিযোগ

বিশেষ প্রতিবেদক:

ভোলা থেকে প্রকাশিত দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার জুনিয়র রিপোর্টার মো. বাবুল রানার উপর হামলা চালিয়েছে একটি কিশোর গ্যাং গ্রুপ। এ ঘটনায় ভুক্তভোগী বাবুল রানা বেশ কয়েক জনকে আসামী করে দৌলতখান থানায় একটি অভিযোগ দায়ের করেন।

দৌলতখান থানায় করা অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ২৭ নভেম্বর সকালে দৌলতখান উপজেলার চরগুমারী স্কুল এন্ড কলেজের অষ্টম এবং নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। খবর পেয়ে বাবুল রানা উক্ত ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে যায়।

এ সময় উক্ত আসামিরা সংবাদ প্রকাশ না করার শর্তে বাবুলকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং হুমকি ধামকি দেয়। এরই ধারাবাহিকতায় গত ১লা ডিসেম্বর বিকেলে দৌলতখান উপজেলায় সংবাদ সংগ্রহে যাওয়ার পথে মো. নিবিড় ওরফে হাবিবুল্লাহ, ইমন, নাঈম ও মো. তামিমসহ ১৮ থেকে ২০ জনের একটি কিশোর গ্যাংয়ের গ্রুপ বাবুল রানার উপর অতর্কিত হামলা চালায় এবং তার সঙ্গে থাকা একটি (ডি,এস,এল,আর) ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। ক্যামেরায় তার গুরুত্বপূর্ণ বিভিন্ন সংবাদের স্থীর চিত্র ও ভিডিও ফুটেজ ছিল বলে জানা যায়। তাদের হামলায় বাবুল অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন রায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোলা টাইমস্ পত্রিকার প্রতিনিধি বাবুল রানাকে হামলার ঘটনায় একটি অভিযোগ আমরা পেয়েছি। খুব দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে ভোলার সাংবাদিক মহলে বাড়ছে ক্ষোভ। বাবুল রানার উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভোলার সাংবাদিক নেতারা।