Breaking News :

৮ম বর্ষে পদাপর্ণ করলো দৈনিক ভোলার বানী, ভোলার সময় পরিবারের শুভেচ্ছা

ভোলার সময় ডেস্ক:

ভোলার পাঠকপ্রিয়, ‘দৈনিক ভোলার বাণী’ পত্রিকা সাফল্যের ৭ম বছর পেরিয়ে ৮ম বর্ষে পদার্পণ করায় দৈনিক ভোলার সময় পরিবার উক্ত পত্রিকার সাথে সংশ্লিষ্ট সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

দৈনিক ভোলার বানী পত্রিকা প্রতিষ্ঠাকাল থেকে দেশের আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অঙ্গনসহ প্রায় সকল ক্ষেত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভোলার সকল সাফল্য ও সম্ভাবনাকেও সুনিপুণভাবে প্রতিনিয়ত তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ভোলার সময় পরিবার বিশ্বাস রাখে যে, ‘দৈনিক ভোলার বাণী’ অতীতের মতো আগামী দিনগুলোতেও বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী লেখনী প্রকাশের মাধ্যমে সমাজের সকল অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সর্বদা সোচ্চার থাকবে। অপসাংবাদিকতা ও অপপ্রচারের বিপক্ষে উচ্চকণ্ঠ থাকার পাশাপাশি সৎ ও নিরপেক্ষ সাংবাদিকতা গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে।