Breaking News :

ভোলায় আ’লীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন

অনলাইন ডেস্ক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলায় ৪টি আসন আওয়ামী লীগের প্রার্থী পূর্নবহাল রাখায় জেলা আওয়ামী লীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) বিকালে ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ভোলা জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামীলীগ কার্যলয়ে মিষ্টি বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদ, এ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, এ্যাডভোকেট জুলফিকার আহমেদ, ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম, ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, জেলা আ’লীগের নির্বাহী সদস্য ও সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, সদর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক মোঃ শামসুদ্দিন, আ’লীগ নেতা কাউন্সিলর শাহে আলম, জেলা মহিলা লীগের সম্পাদিকা অধ্যক্ষ শাফিয়া খাতুন, জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক আকতার হোসেন প্রমুখ।

এসময় নেতাকর্মীরা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞা ও শুভেচ্ছা জানান।