Breaking News :

পাশের হারে ছেলেদের চেয়ে ৩.৮১ শতাংশ এগিয়ে মেয়েরা: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :

একটু না বললেই নয়, দেখা যাচ্ছে ছাত্রীদের পাশের হার বেশি। এটার জন্য ধন্যবাদ। কিন্তু ছেলেরা কেন পিছিয়ে থাকলো এটা খুঁজে বের করতে হবে। প্রতিবারই দেখি মেয়েদের পাশের হার বেড়ে যাচ্ছে। অনলাইনে ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের শুভ উদ্বোধনের আগে গণভবনে এমন মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি বলেন, ছেলেদের থেকে মেয়েরা ৩.৮১ পয়েন্ট বেশি এগিয়ে আছে। এছাড়া জিপিএ’তেও এগিয়ে আছে ছাত্রীরা। একসময় তো মেয়েদের পড়াশোনাই করতে দিত না। অনেক দেশে এখনও দেয় না। তবে আমরা এগিয়ে যাচ্ছি।

এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।